ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস চাপায় স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ২, ২০১৭
বরিশালে বাস চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বাসের চাপায় সাইফুল ইসলাম (১৫) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (মে ০২) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকার মেজর এমএ জলিল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল উপজেলার রাকুদিয়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান,সন্ধ্যায় বরিশাল থেকে ধামুরাগামী একটি বাসের যাত্রী ছিল সাইফুল। দোয়ারিকা ব্রিজের ঢালে তাকে নামিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু গাড়িটি গতিরোধ না করে সাইফুলকে নিয়ে ব্রিজে উঠে যায়। পরে সাইফুলকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এ সময় সাইফুল তার ভারসাম্য রাখতে না পেরে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।