ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২, ২০১৭
বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

‌বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহানা বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি-২১) সদস্যরা।

মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বটতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক শাহানা পুটখালী গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

‌বি‌জি‌বি জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে জানা যায় বেনাপোল সীমান্তের পুটখালী বটতলা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এ সময় অভিযান চা‌লিয়ে শাহানাকে আটক কর‍া হয়। পরে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

২১ বি‌জি‌বি ব্যা‌টালিয়নের পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ওই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

‌বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা হয়ে‌ছে। ০৩ মে (বুধবার) দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ০২, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।