ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নবম ও ১০ম শ্রেণি পর্যন্ত গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
জেলা শহরের শাহিপাড়ার শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
সেখানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর মৎস্য বিভাগের প্রশিক্ষক রাজা সহিদুল আসলাম ও উন্নয়ন কর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, বিতর্কের বিষয় ছিলো “তথ্য-প্রযুক্তি: বাংলাদেশের একমাত্র উন্নয়নের সম্ভাবনা”।
লাইব্রেরি শক্তিশালী করার জন্য অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রকল্পের আওতায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই