ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বোমা বিস্ফোরণে চার কিশোর দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২, ২০১৭
গাজীপুরে বোমা বিস্ফোরণে চার কিশোর দগ্ধ দগ্ধ কিশোররা- ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেঘলাল এলাকায় বোমা বিস্ফোরণে চার কিশোর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেঘলাল এলাকার মইনউদ্দিনের ছেলে মান্নান (১৫), একই এলাকার সাহাব উদ্দিনের দুই জমজ ছেলে আপন (১৪) ও দুলাল (১৪) এবং হালিম মিয়ার ছেলে শাকিল (১৬)।

স্থানীয় কাউন্সিলর মো. খলিলুর রহমান জানান, মেঘলাল এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে একটি দোকানের সামনে ওই চার কিশোর দাঁড়িয়ে ছিলো। এসময় একটি ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে একটি হাত বোমা বিস্ফোরিত ঘটে। এতে ওই চার কিশোর আহত হয়।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। এক পর্যায়ে তাদের ঢাকা না নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তিন কিশোর বাড়ি ফিরলেও একজন ওই হাসপতালে ভর্তি রয়েছে।

কোনাবাড়ী ক্লিনিকের ম্যানেজার মো. রফিক জানান, রাত সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় তাদের ৪ কিশোরকে ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ০২, ২০১৭/আপডেট ০৩৩৫ ঘণ্টা
আরএস/বিএস
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।