ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ২, ২০১৭
টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৩০

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ঢাকা-টাঙ্গ‍াইল রুটে চলাচলকারী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২) , জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের মোতাহের (২৮)  ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান,  ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইল উপজেলার গুণকগ্রাম এলাকায় আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ৩০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ আশেপাশের জেলার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মনির হোসেন।
 
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ০২, ২০১৭/আপডেট ০৬৩৮ ঘণ্টা
এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।