ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

৫৭ ধারা যেভাবে আছে সেভাবে থাকবে না: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ২, ২০১৭
৫৭ ধারা যেভাবে আছে সেভাবে থাকবে না: আইনমন্ত্রী ‘খেলাঘর’-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইনমন্ত্রী- ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা যেভাবে আছে সেভাবে থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ।

তিনি বলেন,  ‘৫৭ ধারার যে ব্যাপারগুলো নিয়ে আপত্তি ও অস্পষ্টতা এবং যেখানে মনে হচ্ছে বাক স্বাধীনতা বন্ধের জন্য এটি করা হয়েছে, সেগুলো পরিষ্কার করে দেবো’।


মঙ্গলবার (০২ মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

 
আইনমন্ত্রী বলেন, স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। নতুন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ টি আইন মন্ত্রণালয়ে ভেটিং (যাচাই-বাছাই) পর্যায়ে রয়েছি। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।


এর আগে অনুষ্ঠানের বক্তৃতায় মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে থেমিসের ভাস্কর্য সঠিকভাবে স্থাপতি হয়নি। এখানে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আসলভাবে উপস্থাপন করা হয়নি এটি।

 
মন্ত্রী শিশুদের পাঠ্যবই সংস্কার ও ভুল সংশোধনের জন্য তিনদিনের মধ্যে শিক্ষামন্ত্রীকে বলবেন বলে তার বক্তৃতায় জানান।

আর খেলাঘরের অফিসের জায়গা দিতে প্রধানমন্ত্রীর কাছে তুলবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে খেলাঘরের পক্ষ থেকে প্রথিতযশা সাংবাদিক তোয়াব খান, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী আবুল বারক্‌ আলভী এবং শিক্ষাবিদ নিরঞ্জন অধিকারীকে ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। ৬৫তম প্রতিষ্ঠাবাষিকী প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিমাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টঙ্গি পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট সমাজসেবক আজমত উল্লা খান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক প্রণয় সাহা ও সাংবাদিক শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকেশ রায় প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাঘর শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।