ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ২, ২০১৭
সোনাগাজীতে কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার

ফেনী: ফেনীর সোনাগাজীতে ঝুলন্ত অবস্থায় ভানু লাল নামে এক উপ সহকারী কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২মে) রাত রাত ৯টার দিকে উপজেলার কুটির হাটের নিজ কার্যালয় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


 
তিনি বলেন, দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কার্যালয়ের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এখনো নিশ্চিত নয়, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেস সময়: ২৩৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসইচডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।