ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ট্রাক খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২, ২০১৭
সিংড়ায় ট্রাক খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার জামতৈল এলাকায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০২ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


 
নিহতরা হলেন-  কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাট গ্রামের মুক্তার আলী ছেলে আব্দুল মান্নান (৫০) ও মৃত পলানের ছেলে টুকু (৪০)।

আহতরা হলেন- একই এলাকার গরু ব্যবসায়ী একলান উদ্দিন (৪২) ও আসাদুল ইসলাম(৪০)।
 
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সোয়া ১১টার দিকে বগুড়া থেকে গরু বোঝাই একটি (ঢাকা মেট্রো-ড-১৪-১২০৫) কুষ্টিয়ার মিরপুর এলাকায় যাচ্ছিলো।
 
পথে নাটোর-বগুড়া মহাসড়কের জামতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ী নিহত ও দুইজন গুরুতর আহত হন।
 
মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান হামিদুল।  

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।