ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২, ২০১৭
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আশুলিয়া, সাভার: আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ্ ওয়াহিদুজ্জামান (২৮) নামের এক সহকারী টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আকিজ ফুড লি. কারখানায় ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুজ্জামান যশোর কোতয়ালী থানার বসুন্ধিয়া গ্রামের শেখ শাহ নেওয়াজ উদ্দিনের ছেলে।

তিনি আকিজ ফুড লি. কারখানায় সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
 
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওয়াহিদুজ্জামান সন্ধ্যার পর কারখানার ভেতরে একটি বৈদ্যুতিক তারের সংযোগ দিচ্ছিলেন। এসময় একটি তারের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান সিদ্দিকুর।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।