বুধবার (০৩ মে) সকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
কৌশল নির্ধারণী এ বৈঠকে সিরডাপ সদস্যভুক্ত ১৫ রাষ্ট্রের কূটনৈতিক ও প্রতিনিধি যোগ দেওয়ার কথা ছিলো।
সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পল্লী এলাকার টেকসই উন্নয়নে কৌশল নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।
তিন দিনব্যাপী এ বৈঠক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা এবং সদস্য দেশগুলোর প্রতিনিধি ও দাতা সংস্থার সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএম/এমসি/বিএস