ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পল্লী উন্নয়নের কৌশল নির্ধারণে বসছেন ১৩ দেশের কূটনৈতিক

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ২, ২০১৭
পল্লী উন্নয়নের কৌশল নির্ধারণে বসছেন ১৩ দেশের কূটনৈতিক

কুমিল্লা কোর্টবাড়ী থেকে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সমুহের আঞ্চলিক জোট সিরডাপ এর ৩২তম টেকনিক্যাল কমিটির বৈঠকে মিলিত হচ্ছেন জোটভুক্ত ১৩ দেশের কূটনৈতিকরা।

বুধবার (০৩ মে) সকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

কৌশল নির্ধারণী এ বৈঠকে সিরডাপ সদস্যভুক্ত ১৫ রাষ্ট্রের কূটনৈতিক ও প্রতিনিধি যোগ দেওয়ার কথা ছিলো।

সদস্য দেশগুলো হল-  বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, লাউস, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা, মিয়ানমার, থাইল্যান্ড,  ভিয়েতনাম ও ফিজি। তবে বৈঠকে পাকিস্তান ও থাইল্যান্ডের কোনো প্রতিনিধি আসেন নি।

সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পল্লী এলাকার টেকসই উন্নয়নে কৌশল নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

তিন দিনব্যাপী এ বৈঠক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা এবং সদস্য দেশগুলোর প্রতিনিধি ও দাতা সংস্থার সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মে ০৩,  ২০১৭
এএম/এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।