মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা ৬টায় বেনাপোল পৌরসভার উত্তর কাগজপুকুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এই সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে এতোদিন পর ঘরে বিদ্যুতের আলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত পরিবারের সদস্যরা। যেন ঈদের আনন্দ বইছিল তাদের মাঝে।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএস