বুধবার (০৩ মে) সকাল ১০টায় সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চে কথা বলবেন তিনি।
প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য সাভারের সর্বস্তরের মানুষ উদগ্রীব হয়ে আছেন।
মঙ্গলবার (০২ মে) রাতে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী গণভবন থেকে সাভার বাসীর সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী এসময় জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করা হচ্ছে ভিডিও কনফারেন্সে সাভার আশুলিয়ার প্রায় চল্লিশ হাজার লোক এতে অংশ নেবে। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে প্রথম বারের মতো সাভার বাসীর সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এ কথা বলবেন।
মাঠ পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসের বেগ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
বিএস