তাদের ছোড়া ইটের আঘাতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, দুইজন কোস্টগার্ড সদস্য ও কোস্টগার্ডের ব্যবহৃত নৌকার মাঝি আহত হয়েছেন।
এসময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
মঙ্গলবার (০২ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলা বিবিরহাট গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, কোস্টগার্ড সদস্য মো. আহসান, আহসান ও নৌকার মাঝি নুর আলম। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, মেঘনা নদী থেকে ধরা ৭০ পাতিলে প্রায় ১০ লাখ চিংড়ি পোনা ট্রাকযোগে অন্যত্র নেওয়া হচ্ছিল। এমন খবরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রাকসহ চিংড়ি পোনা জব্দ করে। পরে জব্দকৃত চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করার সময় দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে চিংড়ি পোনাগুলো ছিনিয়ে নেয়।
এসময় ইটে দুই কোস্টগার্ড সদস্য ও নৌকার মাঝিসহ আমরা চারজন আহত হই। আত্মরক্ষায় কোস্টগার্ড গুলি চালায়।
রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তসলিম উদ্দিন জানান, আমাদের ওপর হামালা চালালে আত্মরক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করা হয়।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
জেডএস