মঙ্গলবার (০২ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার নিয়ত আলীর ছেলে।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কোনাবাড়ী এলাকায় তুসকা নামক পোশাক কারাখানার সামনে দিয়ে রাতে ইসহাক আলী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএস/জেডএস