ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মে ৩, ২০১৭
বরিশালে ৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করেছেন কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (০৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগরজা লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ১২ ইঞ্চির নিচে কোনো ধরনের পাঙ্গাসের পোনা ধরা নিষিদ্ধ রয়েছে।

জব্দ হওয়া পোনাগুলো নদী থেকে ধরা হয়েছে। যা নদীতে অবমুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মকবুল হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।