ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, মে ৩, ২০১৭
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (০৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার  রতনপুর রেলস্টেশনের পাশে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জিলহাস আহম্মেদ জানান, কালিয়াকৈরের রতনপুর রেলস্টেশনের ১০০ গজ পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় ওই নারী রেললাইনে পড়ে ছিলেন।

এসময় তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর মর্ডান হাসপাতালে পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শাহান ইসলাম জানান, সকাল ৭টার দিকে ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।