ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রত্যেক ভূমিহীন মানুষ পাবে মাথা গোঁজার ঠাঁই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
প্রত্যেক ভূমিহীন মানুষ পাবে মাথা গোঁজার ঠাঁই

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেক ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হবে, পুনর্বাসন করা হবে। এজন্য গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত রাখার পাশাপশি আশ্রয়ন প্রকল্প ও গৃহায়ন তহবিলের মাধ্যমে গৃহহারা মানুষকে ঘরের পাশাপাশি জীবন-জীবিকা তৈরি করে দেওয়া হচ্ছে।  

বুধবার (০৩ মে) লালমনিরহাটের সানিয়াজান নদীর তীরে ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল কোট ভাজনী বালাসুতিতে গুচ্ছগ্রাম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গুচ্ছগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।