ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাপাখানা শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ৩, ২০১৭
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাপাখানা শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফোরকান (২৫) নামের ছাপাখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকানের বাড়ি বরিশাল জেলায়।

তিনি সাভার আমিন বাজার এলাকায় থাকতেন।
 
নিহতের সহকর্মী মনির হোসেন বাংলানিউজকে জানান, তারা ২৭৪/৩ এলিফ্যান্ট রোডের ‌‘‘ডিসেন প্রিন্টিং অ্যান্ড প্যাকেটিং’’ নামে একটি ছাপাখানায় কাজ করেন। সকালে কারখানায় কাজ করার সময় মেশিনের সংস্পর্শে ফোরকান বিদ্যুতায়িত হয়। এ সময় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ফোরকানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এজেডএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।