বুধবার (০৩ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকানের বাড়ি বরিশাল জেলায়।
নিহতের সহকর্মী মনির হোসেন বাংলানিউজকে জানান, তারা ২৭৪/৩ এলিফ্যান্ট রোডের ‘‘ডিসেন প্রিন্টিং অ্যান্ড প্যাকেটিং’’ নামে একটি ছাপাখানায় কাজ করেন। সকালে কারখানায় কাজ করার সময় মেশিনের সংস্পর্শে ফোরকান বিদ্যুতায়িত হয়। এ সময় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ফোরকানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এজেডএস/জিপি/জেডএস