ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে ৫১ কে‌জি হ‌রি‌ণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
সুন্দরব‌নে ৫১ কে‌জি হ‌রি‌ণের মাংস জব্দ

সাতক্ষীরা: সুন্দরব‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ৫১ কে‌জি হ‌রি‌ণের মাংস জব্দ ক‌রে‌ছে কোস্ট গা‌র্ড সদস্যরা।

বুধবার (৩ মে) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কা‌লিরখাল থেকে এ মাংস জব্দ করা হয়।

ত‌বে, এসময় কোনো পাচারকারী‌কে আটক কর‌তে পা‌রে‌নি কোস্ট গার্ড।

সাতক্ষীরার আংটিহারা কোস্ট গার্ডের পেটি অফিসার হামিদুর রহামান বাংলা‌নিউজ‌কে জানান, ভোরে কোস্ট গার্ডের একটি টহল দল সুন্দরবনের কা‌লিরখালে চোরা শিকারীদের দেখে ধাওয়া করে। এসময় তারা ৫১ কে‌জি হ‌রি‌ণের মাংস ফে‌লে পা‌লি‌য়ে যায়।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।