আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফারুক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কান্দেপপপুর গ্রামের মৃত ইয়কুব জমাদ্দারের ছেলে।
মৃত ব্যক্তির ভাগিনা মনির হোসেন জানান, ভোরে গ্রামের বাড়ি থেকে দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে তার বাসায় কাজের উদ্দেশে আসেন। এরপর চা খেতে বাসার সামনের সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাহাদুরশাহ পরিবহনের ধাক্কায় আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এজেডএস/জেডএস