ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিষাক্ত পানির স্রোতে গাজীপুরবাসীর চলাচল

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
বিষাক্ত পানির স্রোতে গাজীপুরবাসীর চলাচল বিষাক্ত পানির স্রোতে গাজীপুরবাসীর চলাচল

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী-বাঘিয়া সড়কে মাটি ভরাট কাজে চলছে ধীরগতিতে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটিতে মাটি ভরাটের কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।

সড়ক কেটে ও খাল বন্ধ করে দেওয়ায় সড়কটির ওপর দিয়ে যাচ্ছে শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্যের স্রোত। উপায় না পেয়ে এলাকাবাসী বাধ্য হয়ে হেঁটে যাচ্ছে ওই বিষাক্ত পানির স্রোতের উপর দিয়ে।

এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার শত-শত মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী-বাঘিয়া সড়কে মাটি ভরাট ও একটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এরপর পুরো এক বছর অতিবাহিত হয়ে গেলেও সড়কটিতে মাটি ভরাটের কোনো কাজ করা হয়নি।

গত কয়েক মাস আগে সড়কটি কেটে একটি খাল বন্ধ করে দিয়ে কালভাটের নির্মাণ কাজ করা হয়। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টির পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ওই সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিল্প কারখানার তরল বিষাক্ত বর্জ্য। বিষাক্ত তরলের উপর দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। এছাড়া বন্ধ রয়েছে ওই সড়কে সকল প্রকার যান চলাচল।
বিষাক্ত পানির স্রোতে গাজীপুরবাসীর চলাচল
স্থানীয় বাসিন্দা ও ইট ব্যবসায়ী সোমেজ মিয়া বাংলানিউজকে বলেন, গত ১০-১২ দিন ধরে ওই সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। গার্মেন্টসের বিষাক্ত পানি যাচ্ছে সড়কের ওপর দিয়ে। গাড়ি চলতে না পারায় ব্যবসা প্রায়ই বন্ধ রয়েছে। এদিক দিয়ে পায়ে হেঁটেও চলাচল করতে পারছি না।

আরেক বাসিন্দা মো. রুবেল হোসেন জানান, এই সড়ক দিয়ে গেলে এক কিলোমিটার, সেখানে প্রায় চার কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। সড়কের ওপর হাঁটু পানিরও বেশি। এই পানি সবই গার্মেন্টসের তরল বিষাক্ত বর্জ্য। এর ওপর দিয়ে হেঁটেও চলাচল করা যায় না।

এ ব্যাপারে ঠিকাদার আব্দুস ছাত্তারকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি।
 
সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বলেন, আমি ঠিকাদারকে বার বার তাগাদা দিচ্ছি এরপরও কাজ হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।