ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় আরও এক যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মে ৩, ২০১৭
বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় আরও এক যুবক গ্রেফতার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় শহীদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) ভোরে উপজেলার কর্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শহীদ ওই এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, শহীদ ওই মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ট সহযোগী। তিনি বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনার মামলার ছয় নম্বর আসামি। এর আগে গোসিংগা ইউনিয়নের (কর্ণপুর এলাকার) এক নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) আবুল হোসেন ব্যাপারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে বিচার না পেয়ে গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া এলাকার হজরত আলী ও তার মেয়ে আয়েশা (৮) শ্রীপুর রেলস্টেশনের পাশে ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।