বুধবার (৩ মে) ভোরে উপজেলার কর্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শহীদ ওই এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, শহীদ ওই মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ট সহযোগী। তিনি বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনার মামলার ছয় নম্বর আসামি। এর আগে গোসিংগা ইউনিয়নের (কর্ণপুর এলাকার) এক নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) আবুল হোসেন ব্যাপারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে বিচার না পেয়ে গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া এলাকার হজরত আলী ও তার মেয়ে আয়েশা (৮) শ্রীপুর রেলস্টেশনের পাশে ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএস/এএটি/এএ