ভবনটিতে ১৯টি এজলাস ও বহু সংখ্যক অফিস থাকায় প্রতিদিন কয়েক হাজার আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষকে যাতায়াত করতে হয়।
সরেজমিনে দেখা গেছে, ৮তলা ভবনটিতে মাত্র ছোট ছোট দু’টি লিফট।
এ কারণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আদালত শুরুর সময়টিতে দু’টি লিফটের সামনে অর্ধশত লোকের ভিড় লেগেই থাকে। এর মধ্যে দু’টি লিফটের একটি গত রোববার (৩০ এপ্রিল) থেকে নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থী-আইনজীবীরা।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রায়হান বাংলানিউজকে জানান, ভবনে প্রতিদিন যে পরিমাণ লোক যাতায়াত করেন, তাতে ছোট ছোট লিফট দু’টিতে হয় না। অফিস টাইমে লিফটের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। এর মধ্যে একটি লিফট রোববার থেকে নষ্ট হয়ে যাওয়ায় লাইন আরও লম্বা হয়েছে।
আদালত ভবনের প্রতিটি ফ্লোরের উচ্চতা অন্যান্য বাসা-বাড়ির চেয়ে বেশি হওয়ায় বয়স্ক ও রুগ্ন বিচারপ্রার্থী-আইনজীবীদের পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব হয় না বলেও জানান তিনি।
লিফটম্যান আবুল হোসেন বলেন, ‘লিফট না চলায় আমরা লিফট কোম্পানির ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম। তারা দেখে বলেছেন, লিফটের কোনো সমস্যা নেই। স্ট্যাবিলাইজারে সমস্যার কারণে লিফট চলছে না। ভবনের স্ট্যাবিলাইজারসহ সকল কিছু দেখা-শোনার দায়িত্ব পিডিবির। তাদেরকে একাধিকবার খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখেও গেছেন। কিন্তু স্ট্যাবিলাইজার ঠিক না করায় লিফট চালানো যাচ্ছে না’।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমআই/এএসআর