ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালি ও আলোচনা সভা মুক্ত গণমাধ্যম দিবসে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও মেট্রোপলিটন প্রেসক্লাবের যৌথ আয়োজনে বুধবার (০৩ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ইউনিটির সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংগঠনের সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি বিধান সরকার, সাধারণ সম্পাদক কামরুল আহসান, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার প্রমুখ।

এসময় বক্তারা, তথ্য সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, হামলা-মামলার শিকারের ঘটনার তীব্র-নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া বেলা পৌনে ১১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটন বাশার, কার্যকরী কমিটির সদস্য স্বপন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বেলায়েত বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।