ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির হোসেন (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।

তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, দুপুরে সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য আমির মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।