ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দু’পক্ষের সংঘর্ষ

বরিশাল: আধিপাত্য বিস্তার কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন জাকারিয়া নামে এক ছাত্র।

বুধবার (৩ মে) দুপরে ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, আধিপাত্য বিস্তার কেন্দ্র করে সিভিল ডিপার্টমেন্টের মনির, নাদিম মিলে ফাইম গ্রুপের সমর্থকদের ওপর চড়াও হয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগ সমর্থিত দু’টি গ্রুপের সদস্য।

বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন আলেকান্দা ফাঁড়ির টিএসআই নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।