বুধবার (৩ মে) দুপরে ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, আধিপাত্য বিস্তার কেন্দ্র করে সিভিল ডিপার্টমেন্টের মনির, নাদিম মিলে ফাইম গ্রুপের সমর্থকদের ওপর চড়াও হয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগ সমর্থিত দু’টি গ্রুপের সদস্য।
বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন আলেকান্দা ফাঁড়ির টিএসআই নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/এএটি/এএ