ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ৩, ২০১৭
ধামরাইয়ে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

ধামরাই: ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের কুমারহাটি গ্রামের সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হানিফ মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৩ মে) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
হানিফ মোল্লা বাংলানিউজকে বলেন, ভোরে এক দল ডাকাত আমার বাড়িতে এসে ঘরের কপাট ভেঙে অস্ত্রের মুখে আমাকে ও আমার ছেলেকে জিম্মি করে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকা ও দু'টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এসময় আমরা চিৎকার দিলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে পালিয়ে যায়।
 
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের মারধর করে স্বর্ণ অলঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলানিউজকে জানান, ডাকাতির বিষয়ে কোনো কিছু জানি না।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।