স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১২৭টি মেডিকেল টিম এ লক্ষ্যে কাজ করছে। তাদের কেউ চিকিৎসা সেবা বঞ্চতি হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (০৩ মে) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা মডেল হাইস্কুল কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে ক্ষতিগ্রস্ত কৃষকরা চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে বিশেষ চিকিৎসক টিমও হাওরাঞ্চলে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিভিল সার্জন আশুতোষ দাশ, সাবেক সিভিল সার্জন আব্দুল হাকিম, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি/এসআই