ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার বিনামূল্যে চিকিৎসা পাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার বিনামূল্যে চিকিৎসা পাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ বিতরণ করছেন স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অকাল বন্যায় সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের এ বছরের বাকি মাসগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১২৭টি মেডিকেল টিম এ লক্ষ্যে কাজ করছে। তাদের কেউ চিকিৎসা সেবা বঞ্চতি হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (০৩ মে) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা মডেল হাইস্কুল কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে ক্ষতিগ্রস্ত কৃষকরা চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে বিশেষ চিকিৎসক টিমও হাওরাঞ্চলে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিভিল সার্জন আশুতোষ দাশ, সাবেক সিভিল সার্জন আব্দুল হাকিম, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।