প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেই দোয়া চান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সানিয়াজান গুচ্ছ গ্রামের আফরোজা বেগম।
বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন এলাকার মতো লালমনিরহাটেও গুচ্ছ গ্রামের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্যের পর লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এসময় আমিনুর রহমান ও আফরোজা বেগম নামে দুইজন উপকার ভোগী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান।
প্রথমে আমিনুর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, জমিসহ ঘর পেয়েছি। বসবাসের ঠিকানা হয়েছে। কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, আপনার মাধ্যমে সব কিছুই পেয়েছি।
পরে গোপালগঞ্জের মেয়ে ও পাটগ্রামের পুত্রবধূ আফরোজা বেগম প্রধানমন্ত্রীকে বলেন, আপনার জন্য ঘুমানোর স্থান পেয়েছি, ১৫ হাজার টাকা ঋণ পেয়েছি। আপনার সরকার সারা জীবন দরকার। আপনিও বউ, আমিও এ অঞ্চলের বউ, দোয়া করেন যেন গোপালগঞ্জের সম্মান রক্ষা করতে পারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপকার ভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চলনায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ।
ভিডিও কনফারেন্সে পাটগ্রাম থেকে যুক্ত হন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন-লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশীদুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই