বুধবার (৩ মে) বেলা ১১টায় জয়পুরহাট সিমেন্ট প্রকল্প মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় দুই বছরে সীমান্তের বিভিন্নস্থান থেকে আটককৃত ৫২ হাজার বোতল ফেনসিডিল, দুই হাজার ২০০ বোতল মদ, হেরোইন, ইয়াবা, গাঁজা, আতশবাজী ও নেশা জাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত ‘মাদক চোরাচালান প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন- জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী, হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা একেএম সিদ্দিকুর রহমান ও সহকারী পুলিশ সুপার একরামুল হক।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি