বুধবার (৩ মে) দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে এসব মন্তব্য করেন তিনি।
জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আগে ফুল কোর্টের সিদ্ধান্তগুলো নিয়মমতো বাস্তবায়িত হতো, এখন সেগুলো হয় না। কারণ, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, এতে তারা বিব্রতবোধ করবেন। আমি সরকার বা মন্ত্রীর সঙ্গে বাহাস করতে চাই না’।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার নিজের হাতে তুলে না নেওয়ারও পরামর্শ দেন প্রধান বিচারপতি।
** ‘প্রধান বিচারপ্রতি সম্পর্কে প্রকাশ্যে কিছুই বলব না’
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই/এএসআর