ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘সরকার প্রধানকে ভুল বোঝানো হচ্ছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
‘সরকার প্রধানকে ভুল বোঝানো হচ্ছে’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা-ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: ‘অতি উৎসাহী কিছু কর্মকর্তা-কর্মচারী সরকার প্রধানকে ভুল রিপোর্ট দিয়ে বিচার বিভাগের ক্ষতি এবং সরকারকে বিপথগামী করছেন। যে কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতে জনগণ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার (৩ মে) দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে এসব মন্তব্য করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, গভর্নমেন্ট প্রসিকিউটর (জিপি) মমিন আহম্মেদ চৌধুরী ও সিনিয়র আইনজীবী খাজা জহুরুল হক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আগে ফুল কোর্টের সিদ্ধান্তগুলো নিয়মমতো বাস্তবায়িত হতো, এখন সেগুলো হয় না। কারণ, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, এতে তারা বিব্রতবোধ করবেন। আমি সরকার বা মন্ত্রীর সঙ্গে বাহাস করতে চাই না’।

আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার নিজের হাতে তুলে না নেওয়ারও পরামর্শ দেন প্রধান বিচারপতি।

** ‌‘প্রধান বিচারপ্রতি সম্পর্কে প্রকাশ্যে কিছুই বলব না’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।