বুধবার (৩ মে) বেলা সোয়া ১২টার দিকে নগরী সংলগ্ন দক্ষিণ সুরমা এলাকা থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে আটক করা হয়।
আটক রুবেল মিয়ার বাড়ি সিলেটের কালিগঞ্জ পিয়ারতলা বৈরগাছি এলাকায়।
র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।
জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা হবে জানায় র্যাব। ইয়াবাসহ আটক রুবেলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনইউ/জিপি/জেডএম