ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ৭৯৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ৩, ২০১৭
সিলেটে ৭৯৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ৭৯৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট: সিলেটে ৭শ’ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদস্যরা।

বুধবার (৩ মে) বেলা সোয়া ১২টার দিকে নগরী সংলগ্ন দক্ষিণ সুরমা এলাকা থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে আটক করা হয়।

আটক রুবেল মিয়ার বাড়ি সিলেটের কালিগঞ্জ পিয়ারতলা বৈরগাছি এলাকায়।

তিনি মৃত কাশেম ড্রাইভারের ছেলে।  

র‌্যাব-৯ এর মিডিয়া  উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা হবে জানায় র‌্যাব। ইয়াবাসহ আটক রুবেলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনইউ/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।