বুধবার (০৩ মে) বেলা ১১টা থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এবং সরকারের উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে গণভবন থেকে ঢাকা বিভাগের পাঁচ জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তাসলিমা মুস্তারী মুক্তা, সাব-রেজিস্ট্রার রমজান আলী খান, স্থানীয় মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে সরাসরি অংশ নেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধামরাইয়ের বিভিন্ন বিষয়ে কথা বলায় খুশি স্থানীয় জনগণ।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি/এসআই