কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।
বুধবার (৩ মে) বিকেল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, বিকেলে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় মাওলানা আমীর উদ্দিন খান মার্কেটের একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে।
খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ১৬টি দোকান ও দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।