ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘চুরি অহরহ হবে, সতর্ক থাকতে হবে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
‘চুরি অহরহ হবে, সতর্ক থাকতে হবে’

জাতীয় সংসদ ভবন থেকে: ৭৩ হাজার কোটি টাকা পাচার হওয়ার তদন্ত চলছে বলে জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘চুরি অহরহ হবে, কিন্তু সর্তক থাকতে হবে।‌

বুধবার (০৩ মে) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পত্রিকায় প্রকাশিত এক বছরে ৭৩ হাজার কোটি টাকা পাচার হওয়া সংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এম এ মান্নান বলেন, যে অংকের টাকা বিদেশে পাচার হয়েছে সেটি বিরাট অংকের টাকা।

বর্তমানে তথ্য প্রবাহের যুগে অনেক তথ্যই আমরা পেয়ে থাকি। তবে এই তথ্যকে আমরা উড়িয়ে দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট আছে, তাদের কাজ হচ্ছে এইসব বিষয়ে গবেষণা করা, খোঁজ-খবর নেওয়া। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেবে। আমি বলবো চুরি অহরহ হবে, কিন্তু আমাদের সর্তক থাকতে হবে। তবে আইন প্রয়োগে আমরা পিছপা হবো না।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।