বুধবার (৩ মে) দুপুরে যশোর শহরতলীর শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মহর আলী দফাদারের ছেলে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, নিহত জালাল ইট-বালির ঠিকাদারি করতেন। বেলা পৌনে ১২টার দিকে তিনি রেল লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ইদ্রিস আলী।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
ইউজি/আরআইএস/এএ