বুধবার (০৩ মে) দুপুরে বনপাড়া পাটোয়ারী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরশাত উপজেলার আগ্রান গ্রামের আবু তালেবের মেয়ে।
বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ করিম বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে নুরশাতের চাচা আবু সামাদ বাড়ির গ্যারেজ থেকে মাইক্রোবাস বের করছিলেন। তা দেখতে নুরশাত দৌড়ে গাড়ির পেছনে এসে দাঁড়ায়। এসময় গাড়ির ধাক্কায় শিশুটি আহত হয়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই