বুধবার (৩ মে) দুপুরে কিশোরের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়।
হাসপাতালের দায়িত্বরত উপ-সহকারী কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীহাস্য গ্রামের তাজুল ইসলামের ছেলে সিএনজি অটোরিকশা চালক আবু বকর কিশোরটিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবু বকর হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, নাঙ্গলকোট রেলস্টেশন থেকে সিএনজিযোগে বটতলী যাওয়ার পথে কোদালীয়ায় ট্রাক্টরের ধাক্কায় ওই কিশোর ঘটনাস্থলে মারা যায়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ূব জানান, অজ্ঞাত পরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএটি/এএ