বৃহস্পতিবার (৪ মে) ভোর ৪টার দিকে শ্রীপুরের আশপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং পিকআপ চালক আলামিন দিনাজপুরের বিরামপুর থানার কাতলাহাত এলাকার আমিনুল হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শ্রীপুরের আশপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ময়মনসিংহগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপ চালক আলামিন ঘটনাস্থলে এবং মালিক আমিনুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরএস/এএ