বুধবার (০৩ মে) রাত ১২টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। শিশু মাহমুদা কাপাসিয়ার বিকারটেক এলাকার রেনু মিয়ার মেয়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন বাংলানিউজকে বলেন, বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় মাহমুদা। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে মাহমুদাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরএস/বিএস