ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
কাপাসিয়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিকারটেক এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদা (০৭) নামে এক শিশু স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মে) রাত ১২টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। শিশু মাহমুদা কাপাসিয়ার বিকারটেক এলাকার রেনু মিয়ার মেয়ে।

স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন বাংলানিউজকে বলেন, বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় মাহমুদা। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে মাহমুদাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।