বুধবার (৩ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোজাহিদ উপজেলার আসাদুজ্জামান ক্যাবল নেটওয়ার্কের (ডিস কানেকশন) শ্রমিক।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বকশীগঞ্জ পৌরসভার কাগমারীপারায় ডিস কানেকশন দিতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মোজাহিদ। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান মোজাহিদ।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই