ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, মে ৪, ২০১৭
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাহিদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোজাহিদ উপজেলার আসাদুজ্জামান ক্যাবল নেটওয়ার্কের (ডিস কানেকশন) শ্রমিক।

তার বাড়ি একই উপজেলায়।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বকশীগঞ্জ পৌরসভার কাগমারীপারায় ডিস কানেকশন দিতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মোজাহিদ। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান মোজাহিদ।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ০৪, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।