ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২শ ২৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৪ মে) বেলা পৌ‌নে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্র‌ফেসর মো. আ‌নোয়ারুল আ‌জিম।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৩ হাজার ৬শ ৭৬ জন।

এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩৬১ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৩১৫ জন। পাস করেছে ৭২ হাজার ৩৫৮ জন; পাসে ছাত্র ৩৫ হাজার ৩৯১ জন আর ছাত্রী ৩৬ হাজার ৯৬৭ জন।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ঝালকা‌ঠি জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে ২ দশমিক ১৭ এবং জিপিএ-৫ কমেছে ৮২৫ জনের।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ভোলার লাল‌মোহ‌নের বালুর দালাল বাজার সে‌কেন্ডা‌রি স্কুল ও ব‌রিশা‌লের বানারীপাড়ার ড‌ব্লিউ এসএম ‌সে‌কেন্ডা‌রি গার্লস স্কুলে পা‌সের হার শূন্য রয়েছে।

দুই স্কুল থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেনি।

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮০ দশমিক ৩ শতাংশ

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।