বৃহস্পতিবার (৪ মে) সোয়া ১০টার দিকে সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন-একই গ্রামের আবদুল মান্নান ও হাতেম আলী।
এদিকে, এ দুর্ঘটনায় আনিছুর রহমান নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও হাতেম আলী মারা যান। এসময় আহত হন আনিছুর রহমান।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পিকআপ ভ্যান ও দু’জনের মৃতদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই