সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বক্তব্য রাখছেন ত্রাণমন্ত্রী মায়া; ছবি-বাংলানিউজ
ঢাকা: আগামী এক বছরের জন্য হাওরাঞ্চলের মানুষকে দেয়া ঋণের সুদ-কিস্তি স্থগিত ও মওকুফের জন্য সেখানে কার্যক্রম চালানো এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, হাওরের ছয় জেলায় তিন লাখ ২৮ হাজার পরিবার এমনিতেই মাছ এবং ধান হারিয়ে অসহায়। এর উপর মড়ার উপর খাড়ার ঘা হিসেবে টর্নেডো আঘাত হেনেছে।
এত দুর্যোগের পরও এনজিওগুলো হাওরবাসীর কাছ থেকে কিস্তি আদায় বাদ দিচ্ছে না। আমি আহ্বান করছি তারা যেন এক বছরের জন্য সুদসহ কিস্তি মওকুফ করে।
বৃহস্পতিবার(০৪ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ কথা বলেন ত্রাণমন্ত্রী মায়া।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরএম/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।