ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় জুয়ার আসর থেকে আটক ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
মাগুরায় জুয়ার আসর থেকে আটক ২৭ জুয়ার আসর থেকে আটক ২৭-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার মোহম্মদপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে আট নারীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় জুয়াড়িদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩৮টি চোরাই মোটরসাইকেল।

বৃহস্পতিবার (৪ মে) ভোরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে মোহম্মদপুর থানা পুলিশ কালিশংকরপুর গ্রামের একটি জুয়ার আসরে অভিযান চালায়।

এ সময় জুয়াড়িরা তাদের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। জুয়াড়িদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে আট নারীসহ ২৭ জনকে আটক করা হয়। ওই আট নারী জুয়ার আসরে নাচছিলেন। পরে ঘটনাস্থল থেকে ৩৮টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক সবার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অনৈতিক কর্মকাণ্ড, জুয়া আইন ও চোরাই মোটরসাইকেল রাখাসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।