বৃহস্পতিবার (০৪ মে) সকালে উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিনাইদহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
আহতরা হলেন- পরানপুর গ্রামের বিশারত আলী (৬৫), মোহাম্মদ আলী (৩০), শিল্টু শেখ (৪০), দুল্লাল হোসেনে (২২), রাসেল আহম্মেদ (২৪), আদিল উদ্দীন (৬০) ও আব্দুল মজিদসহ (৩৮) ১৫ জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেণন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম সমর্থক ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় রাউন্ড গুলি বর্ষণ করে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি