ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কলকাতা থেকে কুনমিং যাচ্ছেন জকি আহাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
কলকাতা থেকে কুনমিং যাচ্ছেন জকি আহাদ জকি আহাদ/ফাইল ফটো-বাংলানিউজ

ঢাকা: কলকাতা থেকে কুনমিং যাচ্ছেন জকি আহাদ, আসছেন তৌফিক হাসান ওয়াশিংটন থেকে। ডেপুটি হাই কমিশনার থেকে জকি হবেন কনসাল জেনারেল। তিন বছরের মেয়াদ হলেও আগেই কলকাতার বাংলাদেশ মিশন ছাড়ছেন জকি। ২০১৪ সালের নভেম্বরে এ দায়িত্ব নিয়েছিলেন তিনি।

পররাষ্ট্র দফতর বেশ কিছু কূটনৈতিক রদবদল ঘটিয়েছে। এটা অনেকটা নিয়মিত বিষয়।

এই রদবদল প্রক্রিয়ায় নয়াদিল্লি থেকে ডেপুটি হাই কমিশনার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে বদলি করা হয়েছে বেইজিংয়ে ডেপুটি অ্যামবাসাডর করে। নয়াদিল্লির শূন্য পদে আসছেন নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন থেকে এটিএম রকেবুল হক।

বাংলাদেশের জন্য চীনের কুনমিং বেশ গুরুত্বপূর্ণ। কলকাতার সফল কূটনীতিক জকির জন্য হবে এটা নতুন চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।