ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নজরুল একাডেমিতে ‘সঙ্গীত সন্ধ্যা’ শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মে ৪, ২০১৭
নজরুল একাডেমিতে ‘সঙ্গীত সন্ধ্যা’ শুক্রবার

ঢাকা: রাজধানীর বেলালাবাদ নজরুল একাডেমীতে ‘সঙ্গীত সন্ধ্যা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

শুক্রবার (০৫ মে)  সন্ধ্যা ৬টা ৪০ মিনেটে একাডেমি ভবনে এ ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ভারত থেকে আগত প্রখ্যাত শিল্পী মঞ্জুষা চক্রবর্তী নানা ধরনের বাংলা সঙ্গীত পরিবেশন করবেন।

এছাড়া বাংলাদেশের প্রখ্যাত সরোদ বাদক ইউসুফ খান সরোদ পরিবেশন করবেন, ভারতের প্রখ্যাত সেতার বাদক ড.  ধ্রুব জ্যোতি চক্রবর্তী সেতার পরিবেশন করবেন।  

অনুষ্ঠানের শেষ দিকে নজরুল একাডেমির শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি  পরিবেশন করবেন। সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
বিএস          
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।