বৃহস্পতিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গালিয়া পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে রাজিবপুর থানা পুলিশ।
নাজমা খাতুন টাঙ্গালিয়া পাড়া গ্রামের আহসান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা খাতুন একই গ্রামের আব্দুর রফিকের দ্বিতীয় স্ত্রী। পাঁচ বছর আগে নাজমার বিয়ে হয় একই উপজেলার বদরপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রফিক এর সঙ্গে।
নিহত নাজমার মা রাবেয়া বেগম অভিযোগ করেন, নাজমার আগে বিয়ে হয়েছিল এবং ওই ঘরের মেয়ে জোসনা খাতুন। স্বামীর পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় আমার বাড়িতেই মেয়েসহ থাকতো নাজমা। বুধবার সন্ধ্যায় মেয়ের স্বামী আব্দুর রফিক বাড়িতে আসে এবং রাত ১টার দিকে ঝড়ের সময় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথীশ কুমার সরকার বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা-মেয়ে দু’জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
জিপি/জেডএম