সংস্থাটির দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বুধবার (০৩ মে) সকালে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ২য় দফায় ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে বুরো বাংলাদেশ জুড়ী শাখা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, বুরো বাংলাদেশ এর পরিচালক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, বুরো বাংলাদেশ এর সমন্বয়কারী সাঈদ আহমদ খান ও খন্দকার মুখলেছুর রহমান, আওলাদ হোসেন, আমিনুল হক, আতাহার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
বিএস
।